গাংনী অফিসঃ খড়ি ভর্তি একটি ট্রাক রাস্তার পাশের ২০ ফুট গভীর গর্তে পড়ে দুমড়ে-মুচড়ে গেলেও অল্পের জন্য রক্ষা পেয়েছেন ট্রাকের চালক ও তার সহকারী। ঘটনাটি ঘটেছে রোববার ভোরে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের ছাতিয়ান হাওড়াপাড়া নামক স্থানে। রাস্তার পাশের গাছের ডালপালা বুকে বিদীর্ণ হতে গিয়েও গায়ের পোশাকের কারণে তা ভেদ করে বুকে বিঁধতে পারেনি। ট্রাক চালক রিয়াজ জানান, তিনি ফরিদপুর থেকে খড়ি ভর্তি করে বামুন্দিতে আসার সময় ছাতিয়ান হাওড়াপাড়া নামক স্থানে পৌঁছলে রাস্তার পাশে থেমে থাকা আরেকটি ট্রাককে ওভারটেক করতে গেলে এ ঘটনা ঘটে। ট্রাকের নাম্বার যশোর -ট- ১১- ৪১৬৬, ইতোমধ্যেই উদ্ধারের কাজ শুরু করেছে স্থানীয়রা।