আজ রোববার ১৭ এপ্রিল মুজিবনগর দিবস। ১৯৭১ সালের এই দিনে মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগরে প্রথম সরকার গঠন ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছিল। দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। কর্মসূচির মধ্যে রয়েছে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ, গীতিনাট্য জল, মাটি ও মানুষ মঞ্চস্থ এবং আলোচনা সভা।
দিবসটি উপলক্ষে সকাল ১০:২১ মিনিটে মুজিবনগর স্মৃতিসৌধে পুস্পমাল্য অর্পন করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ্যাড. আফজাল হোসেন, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, মেহেরপুর-২ (গাংনী) আসনের মাননীয় সংসদ সদস্য ও গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজ্জামান খোকন, মেহেরপুর জেলা প্রশাসক মুনসুর আলম খান, পুলিশ সুপার রাফিউল আলমসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
সকাল ১০:৩৫ মিনিটে মুজিবনগরে মুক্তিযুদ্ধ স্মৃতিকেন্দ্রে আনুষ্টানিকভাবে জাতীয় সংগীতের সুরে সুরে জাতীয় পতাকা উত্তোলন করেন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের মন্ত্রী আকম মোজাম্মেল হক এবং দলীয় পতাকা উত্তোলন করেন আফম বাহাউদ্দিন নাসিম।
এ সময় সেখানে বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আনসার ব্যাটালিয়ন,বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বি এন সি সি) মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়,মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বিএম কলেজ, মুজিবনগর সরকারী শিশু পরিবার বালিকা, মেহেরপুর সরকারি শিশু পরিবার বালক দল কুচকাওয়াজ প্রদর্শন করে। কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের মন্ত্রী আকম মোজাম্মেল হক।
এরপর মুজিবনগরে শেখ হাসিনা মঞ্চে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ্যাড.আফজাল হোসেন, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
এ সময় মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, মেহেরপুর-২ (গাংনী) আসনের মাননীয় সংসদ সদস্য ও গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজ্জামান খোকন, মেহেরপুর জেলা প্রশাসক মুনসুর আলম খান, মধ্যে পুলিশ সুপার রাফিউল আলমসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।