কুষ্টিয়ার মিরপুর উপজেলার আল্লাহর দরগা গ্রামের নতুন আমদহ পাড়ার শরিফুল ইসলাম (৩২) নামের এক ব্যক্তিকে আটক করেছে মেহেরপুরের গাংনী থানা পুলিশ। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২০ বোতল ফেন্সিডিল এবং জব্দ করা হয়েছে একটি মোটর সাইকেল। সোমবার বেলা সাড়ে ১২টার দিকে গাংনী থানার অধীন ভবানীপুর ক্যাম্পের এস আই সৈয়দ বখতিয়ার, এএসআই আলামিন মামুনুর রশিদ ও কনস্টেবল খাইরুল ইসলাম অভিযান চালিয়ে তাকে গাংনী উপজেলার বেতবাড়ীয়া ব্রীজের নিকট মোটর সাইকেল গ্যারেজের সামনে থেকে আটক করেন। আটককৃত শরিফুল ইসলাম কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লাহর দরগা নতুন আমদহ ফরাজিপাড়ার সৈয়দ পরামানিকের ছেলে।
গাংনী থানা অফিসার ইনচার্জ বজলুর রহমান জানান, বেতবাড়িয়া ব্রিজ এলাকায় মাদকদ্রব্য পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভবানীপুর ক্যাম্পের পুলিশ সদস্যরা সেখানে অভিযান চালিয়ে ২০ বোতল ফেনসিডিলসহ শরিফুল ইসলাম নামের একজনকে আটক ও একটি মোটরসাইকেল জব্দ করেছেন। আটককৃত শরিফুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাংনী থানায় একটি নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।