র্যাবের অভিযানে গাঁজাসহ মিরাজুল ইসলাম (৪৬) নামের এক মাদক কারবারীকে আটক করেছে সিপিসি-৩, র্যাব-১২ মেহেরপুরের সদস্যরা। রোববার (১৬ জুন) সকাল সোয়া ৭ টার দিকে কুষ্টিয়ার সদর উপজেলাধীন কবুরহাট (সর্দারপাড়া) এলাকা থেকে ১৫ কেজি ৫৫০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়। যার আনুমানিক মূল্য ৪ লক্ষ ৬৬ হাজার ৫ শত টাকা আটককৃত মিরাজুল ইসলাম কুষ্টিয়া সদর উপজেলার কবুরহাট গ্রামের সর্দারপাড়ার ওমেদ আলী মন্ডলের ছেলে।
সিপিসি-৩, মেহেরপুর র্যাব-১২ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার কোম্পানী কমান্ডার, মনিরুজ্জামান রোববার (১৬ জুন) দুপুর দুইটার দিকে এক প্রেস বিজ্ঞপ্তি মারফত এ তথ্য নিশ্চিত করেছেন।
সিপিসি-৩, র্যাব-১২ মেহেরপুর সূত্রে জানা গেছে, র্যাবের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া সদর উপজেলাধীন কবুরহাট গ্রামের সর্দারপাড়ার মিরাজুল ইসলামের বাড়িতে অভিযান পরিচালনা করে ১৫ কেজি ৫৫০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করেন। এ সময় তার স্ত্রী সীতা খাতুন (৩৭) র্যাবের উপস্থিতি টের পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে সুকৌশলে পালিয়ে যায়।
উদ্ধারকৃত মালামাল ও মিরাজুল ইসলামের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে ওই মাদক কারবারিরা দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে কুষ্টিয়া জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য বিভিন্ন মাদকসেবীর নিকট ক্রয় বিক্রয় করে আসছিল। আটককৃত মিরাজুল ইসলামের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলেও জানান র্যাবের ওই কর্মকর্তা।