কখনো কখনো নিজেকে হারিয়ে ফেলি,খুনসুটির মেলাই, গোধূলি বিকেল বেলাই, প্রিয় মানুষের ভালোবাসার টানে, একটু ভালো লাগার। স্মৃতিগুলোকে মনের ফ্রেমে বন্দি করার নেশায়।
ভাবনাগুলো মনের আঙিনায় সারা বেলা
অন্তর জমিনে করি চাষ,
হাজার ব্যস্ততার মাঝে ও মন চাই,
প্রিয় মানুষগুলোর সাথে কিছু সময়
এক সাথে কাটাতে।
ভালোবাসার ছন্দের খেলার ছলে,
প্রিয় মানুষের গানের সুরে সুরে,
মন শুধু কবিতার কথাই বলে,
তাই তো কখনো কখনো নিজেকে
হারিয়ে ফেলি খুনসুটির মেলাই।