মেহেরপুরের গাংনীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে মহির উদ্দীন (৫০) নামের এক গরু ব্যবসায়ী অসুস্থ হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। শুক্রবার দুপুরে গাংনী সাব রেজিস্ট্রি অফিস এলাকায় এ ঘটনা ঘটে। গরু ব্যবসায়ী মহির উদ্দীন গাংনী পৌর এলাকার সিনেমা হলপাড়ার হুরমত আলী কসাইয়ের ছেলে।
ঘটনা সুত্রে জানা গেছে, মহির উদ্দিন বামন্দি হাটে গরু বিক্রি করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে সে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে। পরে গাংনী সাব-রেজিস্ট্রি অফিস এলাকার মধ্যে হাঁটতে হাঁটতে হঠাৎ মাটিতে পড়ে অজ্ঞান হয়ে পড়ে। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেন। অসুস্থ মহির উদ্দিন অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করছেন কর্তব্যরত চিকিৎসক। তার জ্ঞান ফিরে না আসায় ভর্তি রাখা হয়েছে। এ সময় তার পকেটে থাকা ৪২ হাজার ১শ টাকা ও ১টি মােবাইলফােন পাওয়া যায় যা তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। অসুস্থ গরু ব্যবসায়ী মহির উদ্দীনের স্ত্রী রোকেয়া খাতুন জানান, তার স্বামী ব্যবসায়ীক পার্টনারদের সাথে উপজেলার বামন্দি পশু হাটে গরু বিক্রি করতে গিয়েছিলেন। মোবাইল ফোনে সংবাদ পেয়ে তিনি গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে এসে তার স্বামীকে অজ্ঞান অবস্থায় দেখতে পান। মহির উদ্দীনের শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
এ জাতীয় আরো খবর..