মেহেরপুরের গাংনীতে অবৈধভাবে মাটি উত্তোলনকারী সাইফুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার দুপুরে উপজেলার হিন্দা বিল পাড়ার কাজলা নদীর পাশে অবৈধভাবে মাটি উত্তোলন করা হচ্ছে। এমন অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়েছে। সাইফুল ইসলাম লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানার নিকোশিন্দাপুর গ্রামের আমিনুর রহমানের ছেলে।
মাটি উত্তোলনকারী সাইফুল ইসলামকে বালুমহাল ও মাটি ব্যবস্থানা আইন ২০১০ এর ৫ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সে এখানে ভাড়াতে মাটি উত্তোলন করতে এসেছিল।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর এ আলম সিদ্দিকী। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা গাংনী থানা পুলিশের একটি টিম সহযোগিতা করেন।