মেহেরপুরের গাংনীতে বেসরকারী ব্যাংক আইএফআইসি এর গাংনী উপশাখার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে মেহেরপুরের গাংনী বাজারের কাথুলী মোড়ে এ উপশাখার উদ্বোধন করা হয়। আইএফআইসি ব্যাংক কুষ্টিয়া শাখার ম্যানেজার হাসানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ব্যাংকের উদ্বোধন করেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী,
গাংনী থানা অফিসার ইনচার্জ (ওসি) বজলুর রহমান
ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আলফাজ উদ্দীন।
অনুষ্ঠানের সভাপতি ও আইএফআইস ব্যাংক কুষ্টিয়া শাখার ম্যানেজার হাসানুর রহমান ব্যাংকের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বক্তব্য রাখেন। তিনি বলেন, অন্যান্য ব্যাংকের চেয়ে এ ব্যাংক গ্রাহকদের বেশি সুবিধা প্রদান করবে। গ্রাহকদের হিসাব খোলার ক্ষেত্রে কোন সার্ভিস চার্জ কর্তন করবে না। বরং প্রতিটি হিসাবের অনুকুলে রাখা টাকার প্রতিদিন লাভ্যংশ দেয়া হবে। স্বল্প সুদে দেয়া হবে গৃহ ও বাণিজ্যিক প্রতিষ্ঠান নির্মাণের ঋণ। তাছাড়াও অত্র এলাকার ব্যবসা বাণিজ্য গতিশীল করার ক্ষেত্রে এ ব্যাংক অগ্রণী ভূমিকা রাখবে।
উপজেলা আওয়ামী লীগ যুবলীগের সাধারণ সম্পাদক হাজী শফি কামাল পলাশ এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক হাজী এনামুল হক, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোশাররফ হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাবলু, রায়পুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান।
এ সময় পৌর কাউন্সিলর আছেল উদ্দিন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবুসহ গাংনী বাজারের বিভিন্ন শ্রেণীর ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষাংশে বিশেষ মোনাজাত পরিচালনা করেন গাংনী দারুচ্ছালাম জামে মসজিদের ইমাম হাফেজ রুহুল আমিন।