মেহেরপুরের গাংনীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। আজ সোমবার সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিতর্্যালি শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সহকারি কমিশনার (ভূমি) নূর-ই-আলম সিদ্দীকী’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ খালেক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন। সভায় বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম, মেহেরপুর জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা নুরজাহান বেগম, গাংনী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুব আলম, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আমিরুল ইসলাম অল্ডাম। এ সময় পিএসকেএস এর উপ-পরিচালক কামরুল আলম, মৎস্য কর্মকর্তা সাঈদ-উর- রহমান, কৃষি কর্মকর্তা মোস্তফা রাব্বিসহ মুক্তি নারী সংস্থার প্রজেক্ট অফিসার মানসুরা মুক্তা,প্রোজেক্ট ফ্যাসিলিটেটর নাসরিন সুলতানা,কাউন্সিলর শাহিনুর বেগমসহ এলাকার বিভিন্ন গ্রাম থেকে আগত শতাধিক নারী উপস্থিত ছিলেন।