মেহেরপুরের গাংনীতে আলগামন (শ্যালো ইঞ্জিনচালিত যান) উল্টে চালকসহ ৩ জন আহত হয়েছে। রোববার সকাল ৭টার দিকে গাংনী বাজারের কাঁচা আড়ৎ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- উপজেলার জালশুকা গ্রামের আলতাব হোসেনের স্ত্রী জেসমিন (৩৭), একই গ্রামের রবকুল হোসেনের ছেলে মিনারুল ইসলাম (৩৮) ও সিদ্দিকুর রহমানের ছেলে শাহিন (৩২)।
আলগামন গাড়ির যাত্রী আহত মিনারুল ইসলাম জানান, তামাকের কাজের সুবাদে তারা ৮ জন জালশুকা থেকে ধর্মচাকী গ্রামে যাচ্ছিলেন। পথিমধ্যে গাংনী বাজারের কাঁচা আড়ৎ এলাকায় পৌঁছুলে চালক শাহিনের লুঙ্গি গাড়ির বেল্টের সাথে জড়িয়ে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। তবে যাত্রী জেসমিন খাতুনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে রেফার্ড করা হয়েছে। গাড়িতে থাকা অন্যান্য যাত্রীরা সুস্থ রয়েছেন।