মেহেরপুরের গাংনীতে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেল এক স্কুলছাত্রী। শনিবার (৭ মে) উপজেলার মহম্মদপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌসুমী খানম।
আদালত সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মটমুড়া ইউনিয়নের মহম্মদপুর গ্রামের সোহরাব হোসেন সপ্তম শ্রেণীতে পড়ুয়া মেয়েকে তার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দিচ্ছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে বিয়ের সাথে জড়িতদের আটক করেন। আটককৃতদের সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সোহেল আহমেদ এর জিম্মায় রাখা হয়।
বাল্যবিবাহের আয়োজন করায় কনের বাবাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং মেয়ে প্রাপ্তবয়স্ক না হওয়া বিয়ে দিবেন না মর্মে মুচলেকা নেন আদালত। অন্যদিকে বর হেলালউদ্দিনকে ২০১৭ সালের বাল্যবিবাহ নিরোধ আইনে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও সাত দিনের দণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। হেলাল উদ্দিন একই উপজেলার সাহারবাটি গ্রামের এনামুল হকের ছেলে।
আজ রোববার (৮ মে) বেলা ১১ টার দিকে বর ও কনের পিতা তাদের দোষ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা আদায় ও দণ্ডাদেশ দেয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী বিজ্ঞ বিচারক এলাকায় এ ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সে বিষয়ে সকলকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।