মেহেরপুরের গাংনীতে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস ও সুবর্ণ জয়ন্তী উদযাপনের প্রস্তুতি সভা করেছে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। মঙ্গলবার বিকেল ৪ টার দিকে মেহেরপুর-২, (গাংনী) আসনের মাননীয় সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন’র বাসভবনে এ প্রস্তুতি মুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা। সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাস্টার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আবুল বাশার, বামন্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান কমল।এ সময় সকল ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় দিবসটির তাৎপর্য ও যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে নানা কর্মসূচি তুলে ধরে বক্তব্য রাখেন বক্তারা।