গাংনীতে উপজেলা চোরাচালান ও আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ কমিটির সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আরএম সেলিম শাহ নেওয়াজ এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ খালেক, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, গাংনী থানা অফিসার ইনচার্জ বজলুর রহমান,র্্যাব-৬ ডিএডি শফিকুল ইসলাম, কাথুলী বিজিবি ক্যাম্প কমান্ডার আঃ আওয়াল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী আবুল মনসুর, মটমুড়া ইউপি চেয়ারম্যান সোহেল আহমেদ, ধানখোলা ইউপি চেয়ারম্যান আখেরুজ্জামান, বামন্দি ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বিশ্বাস, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা উর্মিলা বালা বিশ্বাস, গাংনী প্রেসক্লাবের সভাপতি প্রভাষক রমজান আলী প্রমুখ উপস্থিত ছিলেন।