মেহেরপুরের গাংনীতে উপজেলার চোরাচালান আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টার দিকে উপজেলার সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আরএম সেলিম শাহনেওয়াজ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ খালেক। বিশেষ অতিথি ছিলেন গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী, গাংনী থানা অফিসার ইনচার্জ বজলুর রহমান, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহমেদ রায়হান শরীফ।
সভায় বক্তব্য রাখেন, বামন্দি ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বিশ্বাস, মটমুড়া ইউপি চেয়ারম্যান সোহেল আহমেদ, কাথুলী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানা, সাহারবাটি ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক, রায়পুর ইউপি চেয়ারম্যান গোলাম সাকলায়েন ছেপু, তেঁতুলবাড়িয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ধানখোলা ইউপি চেয়ারম্যান আখেরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তেতুলবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাজমুল হুদা বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাস্টার, মুক্তিযোদ্ধা কমান্ডার মুনতাজ আলী, উপজেলা প্রকৌশলী গোলাপ আলী শেখ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী আবুল মনসুর, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন, গাংনী র্্যাব ক্যাম্পের ডিএডি মোহাম্মদ আলী, ৪৭ বিজিবি কাজিপুর কোম্পানি কমান্ডার আয়নাল হোসেন, ইটভাটা মালিক সমিতির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান আতু।
এ সময় উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা রাজনৈতিক নেতৃবৃন্দ ও ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।