মেহেরপুরের গাংনীতে উপজেলা ছাত্রলীগ ও পৌর ছাত্রলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে তেরাইল ডিগ্রী কলেজ সভাকক্ষে এ মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম সেন্টু’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ৭৪, মেহেরপুর-২ (গাংনী) আসনের মাননীয় সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন। গাংনী পৌর ছাত্রলীগের সভাপতি ডালিম রানা’র সঞ্চালনায় এসময় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনি মাস্টার, মাননীয় এমপি মহোদয়ে সহধর্মীনি লায়লা আরজুমান বানু শিলা, সহকারি মুক্তারুল ইসলাম, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ফয়সাল জাহান শিশির, সাংগঠনিক সম্পাদক রায়হান উজ্জামান নীরব, জেলা ছাত্রলীগের সদস্য জামিল, প্রিন্স, মিল্টন ও জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি ইউসুফ আলী, প্রমুখ উপস্থিত ছিলেন।