মেহেরপুরের গাংনী উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি ও একাত্তর টেলিভিশনের উপজেলা প্রতিনিধি মজনুর রহমান আকাশের মাতা মালেকা বেগম (৭৫) করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
আজ (১৯ জুলাই) সোমবার সকালে মৃত্যু বরণ করেন তিনি । (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন ।) সাংবাদিক মজনুর রহমান জানায়, তার মাতা মালেকা বেগম করোনা উপসর্গ নিয়ে চার দিন আগে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি হয়। পরে তার নমুনা পরীক্ষা করা হলে করোনা পজেটিভ হয়েছে মর্মে তার করোনা ইউনিটে চিকিৎসাবস্থায় তার মৃত্যু হয়।
সিভিল সার্জন ডাঃ নাসিরুদ্দিন বলেন, সা্ংবাদিক আকাশের মায়ের অনেক বয়স হওয়ায় অক্সিজেন নেমে যাচ্ছিল বারবার। চিকিৎসকরা আন্তরিকতার সহিত সেবা দিয়েও শেষ রক্ষা হয়নি।।
সা্ংবাদিক মজনুর রহমান আকাশের মায়ের মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
মেহেরপুরের সকল সা্ংবাদিকরা পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন
গাংনী প্রেসক্লাব এর সহ-সভাপতি মজনুর রহমান আকাশের মায়ের ইন্তেকালে গভীর শোক জানিয়েছেন প্রেসক্লাব সভাপতি প্রভাষক রমজান আলী ও সাধারণ সম্পাদক মাহাবুব আলমসহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।