মেহেরপুরের গাংনীতে হাফিজুর রহমান মঙ্গল ৫৫) নামের এক কৃষকের সেচ পাম্প পুড়িয়ে দেয়ার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (০২ জুন) উপজেলার চাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে। কৃষক মঙ্গল চাঁদপুর গ্রামের মরহুম রেজাউল হকের ছেলে।
কৃষক মঙ্গল জানান, প্রায় ২০-৩০ বছর আগে বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয় কর্তৃক জাতীয় ক্ষুদ্রসেচ উন্নয়ন প্রকল্প (গভীর নলকূপ (DTW) পূর্ণবাসন) এর আওতাধীন একটি সেচ স্কিম গ্রহণ করেন। এই স্কিমের আওতায় ১৫০ বিঘা জমিতে চাষাবাদ হয়ে আসছে। বুধবার দিবাগত রাতের কোন এক সময় কে বা কাহারা তার গভীর নলকূপের পাম্পটি পুড়িয়ে দেওয়ার চেষ্টা করে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে তিনি গভীর নলকূপ পাম্প ঘরের দরজা খুলে ঘটনাটি বুঝতে পারেন। এ বিষয়ে তিনি গাংনী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। যার নম্মর ০৬ তারিখঃ ০২/০৬/২০২২ ইং।
উপজেলা সেচ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহি অফিসারের দপ্তরে বিষয়টি লিখিতভাবে জানিয়েছেন বলেও জানান ভুক্তভোগী কৃষক।
গাংনী থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।