মেহেরপুরের গাংনীতে গরুর গুঁঁতোয় মুসলিমা খাতুন (৪৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার ধানখােলা ইউনিয়নের মহিষাখােলা গ্রামে এ ঘটনা ঘটে। এক সন্তানের জননী নিহত মুসলিমা খাতুন মহিষাখোলা গ্রামের বজলুর রহমানের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেল ৩ টার দিকে প্রতিদিনের ন্যায় গৃহবধূ মুসলিমা খাতুন তার গরুর শরীর পরিস্কার করছিল। হঠাৎ করেই গরুটি মুসলিমা খাতুনকে শিং দিয়ে গুঁতো মারে। ওই সময় মুসলিমা খাতুন মাটিতে আছড়ে পড়ে মারাত্মকডাবে আহত হয়। প্রতিবেশীরা উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘােষণা করেন। মুসলিমা খাতুনের এ অকাল মৃত্যুতে এলাকায় চলছে শোকের মাতম।