মেহেরপুরের গাংনীতে প্রতিহিংসার জেরে গর্ভবতী এক নারীর উপর হামলার অভিযোগ উঠেছে। রোববার (১৭ অক্টোবর ২০২১) দুপুরে উপজেলার চরগোয়ালগ্রাম স্কুলপাড়ায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা আহত অবস্থায় অন্তঃসত্ত্বা ওই নারীকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
ঘটনা সুত্রে জানা গেছে, চরগোয়ালগ্রাম স্কুল পাড়ার মৃত বাদল শেখের মেয়ে এবং একই গ্রামের দবির উদ্দিনের ছেলে জিয়ারুল ইসলামের সাথে বিয়ে হয়। সংসারে বনিবনা না হওয়ায় প্রায় এক বছর আগে উভয়ের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক ছিন্ন হয়। প্রায় ৮ মাস আগে একই গ্রামের আকছেদ আলীর ছেলে ছাবদাল হকের সাথে ওই নারীর দ্বিতীয় বিয়ে হয়। এতে করে পূর্বের স্বামী জিয়ারুল ইসলাম ক্ষিপ্ত হয়ে ওঠে এবং বিভিন্নভাবে হুমকি ধমকি দিয়ে আসছে বলে জানান ওই নারী।
তিনি আরো বলেন প্রায় সময়েই উল্লেখিত জিয়ারুল ইসলাম নানাভাবে উত্ত্যক্ত করে ও মিথ্যা অপবাদ রটিয়ে আসছে। দিনে রাতে কারণে অকারণে তার বাড়ীতে ইট পাটকেল ও ময়লা আবর্জনা নিক্ষেপ করে। এইসব অপকর্মের প্রতিবাদ করায় প্রতিপক্ষ জিয়ারুল ইসলাম তার দলবল নিয়ে বাড়ীতে ঢুকে তার স্বামীর উপর হামলা চালায়। পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ওই নারী তার স্বামীকে ঠেকাতে গেলে তার উপরেও হামলা ও নির্যাতন চালায় প্রতিপক্ষরা। এ সময় ভীষণ অসুস্থ হয়ে পড়ে অন্তঃসত্ত্বা ওই নারী। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে ভর্তি থাকার পরামর্শ দেন কর্তব্যরত চিকিৎসক। ওই নারী তার অনাগত সন্তান নিয়ে দুঃশ্চিন্তায় রয়েছে। সেই সাথে তিনি অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
ওই নারী অভিযোগ তুলে বলেন কেবলমাত্র জিয়ারুল ইসলাম নয়, তাদের উপর হামলা চালিয়েছে প্রতিবেশী চাঁদ আলীর ছেলে বদিউল ওরফে বদি, তরিকুল ইসলামের ছেলে কামরুল ইসলাম, বদিরুলের ছেলে সজিবসহ তার দলবল।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।