মেহেরপুরের গাংনীতে গলায় ফাঁস দিয়ে মরিয়ম (৯) নামের এক কন্যা শিশু আত্মহত্যা করেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার পশ্চিম মালসাদহ গ্রামে এ ঘটনা ঘটে। মরিয়ম পশ্চিম মালসাদহ গ্রামের রুস্তম আলীর মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সিফাত ও মরিয়ম দুই ভাইবোন মোবাইল নিয়ে খেলা করতে করতে এক পর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। মা রাগান্বিত তাদের দু’জনকেই চড় থাপ্পড় মারে। মায়ের উপর অভিমান করে মরিয়ম সকলের অগোচরে ঘরের খাটের স্ট্যান্ডের সাথে স্কিপিং খেলার দড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরিবারের লোকজন টের পেয়ে মরিয়মকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক মরিয়মকে মৃত ঘোষণা করেন।
গাংনী থানা অফিসার ইনচার্জ বজলুর রহমান জানান, উপজেলার পশ্চিম মালসাদহ গ্রামে এক কন্যা শিশু আত্মহত্যার সংবাদ পেয়েছে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।