মেহেরপুরের গাংনীতে ১০০ গ্রাম গাঁজাসহ রবিউল ইসলাম (৩২) নামের একজনকে আটক করেছে গাংনী থানা পুলিশ। শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার চোখতোলা নামক এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত রবিউল ইসলাম উপজেলার মহাম্মদপুর গ্রামের রিয়াজ উদ্দিন এর ছেলে।
গাংনী থানার ওসি বজলুর রহমান জানান, মেহেরপুর-কুষ্টিয়া সড়কের ধর্মচাকী গ্রামস্থ চোখতোলা যাত্রী ছাউনির পাশ থেকে মাদক বিরোধী অভিযান চালিয়ে রবিউল ইসলামকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত রবিউল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের পূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে।