মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের লক্ষিনারায়ণপুর ধলা গ্রামের জোড়া খুনের ঘটনায় দায়ের করা মামলার তিন নম্বর আসামি জেলহাজকে গ্রেপ্তার করেছের্্যাব। জেলহাজ উপজেলার লক্ষীনারায়ণপুর ধলা গ্রামের নজিম উদ্দিন এর ছেলে।
র্্যাব-৬ এর ইস্কাটন কমান্ডার তারেক জামান বান্না জানান, লক্ষীনারায়ণপুর ধলা গ্রামের জোড়া খুন মামলার আসামিরা ঘটনার দিন থেকে গা ঢাকা দিয়ে রয়েছে। বুধবার (১৭ নভেম্বর) দুপুরে ওই মামলার তিন নম্বর আসামি মেহেরপুরে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে জেলহাজকে গ্রেপ্তার করে গাংনী থানায় সোপর্দ করা হয়।
উল্লেখ্য, গত ৮ নভেম্বর রোববার সকালের দিকে কাথুলী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মেম্বর প্রার্থী আজমাইন হোসেন টুটুল পশ্চিমপাড়া এলাকায় ভোট চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে সাহাদুল ইসলাম ও জাহারুল ইসলাম নিহত হয়। নিহতের ভাই বেল্টু মিয়া বাদী হয়ে মঙ্গলবারে (৯ নভেম্বর) ৬৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন। ওই মামলার তিন নম্বর আসামি জেলহাজকে গ্রেপ্তার করেছের্্যাব। পরে তাকে গাংনী থানায় সোপর্দ করা হয়েছে।