মেহেরপুরের গাংনীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে আবুল হাসেম ও আবুল কাসেম পক্ষের ৬ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার ধর্মচাকী গ্রামের পশ্চিম পাড়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদেরকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে উভয় পক্ষের গাংনী থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
আবুল হাসেম পক্ষের আহতরা হলেন- ধর্মচাকী পশ্চিমপাড়ার মৃত ইউনুস আলীর ছেলে আব্দুস সালাম (৪৫), ফিরাজুল ইসলামের ছেলে মিয়াজুল ইসলাম (৩৫) ও রবিউল ইসলামের ছেলের রকি (৩০)।
অন্যদিকে, আবুল কাসেম পক্ষের আহতরা হলেন- ধর্মচাকী পশ্চিমপাড়ার মৃত আব্দুর রহমানের ছেলে আবুল কাশেম (৫৫), তার ছেলে যথাক্রমে সেলিম (৩২) ও সাকিল (২২)।
স্থানীয় ফিরাজুল ইসলাম জানান, উপজেলার ধর্মচাকী গ্রামের হাসেম আলী অসুস্থ অবস্থায় জীবনযাপন করছেন। তার স্ত্রীসহ তিন মেয়ে। ছেলে না থাকায় গত সপ্তাহে হাশেম তার স্ত্রীর নামে ৬২ শতক জমি রেজিস্ট্রি করে দেয়। জমি রেজিস্ট্রির বিষয়টি প্রকাশ পেলে বড় ভাই আবুল কাসেম ফুঁসে ওঠেন। এ ঘটনার জেরে আবুল কাশেমের লোকজন অসুস্থ ভাই আবুল হাশেমের বাড়িতে অতর্কিত হামলা চালিয়ে দেশীয় হাসুয়া, লোহার রড, বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে ৩ জনকে জখম করেন। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
এ অভিযোগ অস্বীকার করে আবুল কাশেম জানান, তার ভাই আবুল হাশেম একেবারে বিছানাগত অবস্থায় রয়েছে। তার বর্তমানে হিতাহিত জ্ঞান নাই। তাহলে তিনি কিভাবে জমি রেজিস্ট্রি করে দিতে পারেন? তিনি স্থানীয় রোহিয়া মণ্ডলের ছেলে ফিরাজুল ইসলামকে দোষারোপ করে বলেন তার ইন্ধনে আবুল হাশেমকে দিয়ে অন্যায় ভাবে জমি রেজিস্ট্রি করা হয়েছে। এ বিষয়ে কথা বলতে গেলে বাঁশের লাঠি দিয়ে তাকেসহ তার দুই ছেলেকে অতর্কিত হামলা করে জখম করা হয়েছে। এ বিষয় মামলার প্রস্তুতি চলছে।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, ধর্মচাকী গ্রামের সংঘর্ষের ঘটনায় অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।