মেহেরপুরের গাংনীতে সাহারবাটি ও কাথুলী ইউনিয়নে দ্বিবার্ষিক সম্মেলন ও কমিটি গঠন করেছে জাতীয় পার্টির (এরশাদ) জেলা নেতৃবৃন্দ। শনিবার বিকেলে নওপাড়া গ্রামের এফ আই ইংলিশ ভার্শন স্কুল-২ প্রাঙ্গণে সংক্ষিপ্ত আলোচনা শেষে এ কমিটির ঘোষণা দেয়া হয়। জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক সুমন পারভেজ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা সদস্য সচিব আব্দুল হাদী।
কমিটি গঠনে সাহারবাটি ইউনিয়নের সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন আলম হোসেন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান ও সাংগঠনিক সম্পাদক জনি আহম্মেদ।
অন্যদিকে কাথুলী ইউনিয়নের সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ও সাংগঠনিক সম্পাদক কদম আলী।
এ
আগামী তিন সপ্তাহের মধ্যে ২১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে দাখিলের পরামর্শ দিয়েছেন নেতৃবৃন্দ।
এ সময় জেলা কমিটির সদস্য কেতাব আলী মাস্টার, উপজেলা জাতীয় পার্টির সভাপতি বাবলু হোসেন, সাধারণ সম্পাদক জান মোহাম্মদ মিন্টু, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক ইমাজ উদ্দিন, সদর উপজেলার সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক মিঠু আহম্মেদ, পৌর জাতীয় পার্টির আহ্বায়ক আব্দুল মান্নান, সদস্য-সচিব সাইফুল ইসলাম, রায়পুর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক কুমকুমসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড জাতীয় পার্টির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।