মেহেরপুরের গাংনীতে জাতীয় সমাজকল্যাণ পরিষদ থেকে প্রাপ্ত মাস্ক জনসাধারণের মধ্যে বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতাল বাজারে জনসাধারণের মধ্যে এ মাস্ক বিতরণ করা হয়। গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মাস্ক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী আবুল মনসুর, গাংনী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল অনিকসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।