“মুজিব বর্ষের সফলতা, ঘরেই পাবেন সকল ভাতা’’ এ প্রতিপাদ্যে মেহেরপুর গাংনী উপজেলায় জাতীয় সমাজসেবা দিবস-২০২২ উদযাপন করা হয়েছে। রোববার সকাল ১০ টার সময় গাংনী উপজেলা সভাপকক্ষে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অফিস অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা সহকারি কমিশনার (ভুমি) নাজমুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়অমীলীগের সাধারণ সম্পাদক এম এ খালেক।
উপজেলা সমাজ সেবা অফিসার কাজী মোহাম্মদ আবুল মুনসুর এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন।
এসময় আওয়ামীলীগ নেতা মনিরুজ্জামান আতু, জাতীয়পার্টি (জেপি)’র জেলা কমিটির সভাপতি আব্দুল হালিমসহ বিভিন্ন এনজিও প্রতিনিধি ও প্রতিবন্ধী শিশুদের অভিভাবকবৃন্দরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে প্রতিবন্ধীদের মাঝে বিনা শর্তে সুদ মুক্ত ঋণ, প্রতিবন্ধীদের সুবর্ণ নাগরিক কার্ড ও বিভিন্ন এতিমখানায় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।