মেহেরপুরের গাংনীর চেংগাড়া বাসস্ট্যান্ড এলাকায় ইট বোঝাই ট্রলি চাপায় মেহেরপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পেশকার মোমিনুল ইসলাম (৩২) নিহত হয়েছেন। রোববার সকাল সাড়ে নয়টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
মোমিনুল হক গাংনী উপজেলার হোগলবাড়িয়া গ্রামের মৃত মরজুল ইসলামের ছেলে।
মোমিনুল ইসলাম দৈনিক ভোরের ডাক পত্রিকায় মেহেরপুর জেলা প্রতিনিধি হিসেবে কাজ করতেন। পরে সাংবাদিকতা ছেড়ে মেহেরপুর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চাকুরীতে যোগদান করেন।
স্থানীয়রা জানান, মোমিনুল ইসলাম মোটর সাইকেল যোগে নিজ বাড়ি থেকে মেহেরপুর আদালতের দিকে যাচ্ছিলেন। উপজেলার চেংগাড়া নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি মোটর সাইকেলকে সাইড দিতে গিয়ে মোটর সাইকেল উল্টে রাস্তায় পড়ে যায় মোমিনুল ইসলাম। এ সময় পিছন দিক থেকে আসা ইটভর্তি একটি ট্রলি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন মোমিনুল ইসলামকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. শায়লা আহমেদ তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা আরো জানান, গাংনী- মেহেরপুর সড়কটির অবস্থা অত্যন্ত নাজুক। উচু নিচু এবং খাদা খন্দে ভরা। তাছাড়া খোয়া ও পাথর উঠে রাস্তাটি মরণ ফাঁদে পরিনত হয়েছে। ওই রাস্তায় সকল প্রকার যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ। তাই মোটর সাইকেল এবং ট্রলি নিয়ন্ত্রণ করা দুরূহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সড়কটিতে প্রায়শই এ ধরণের দূর্ঘটনা ঘটছে বলেও মন্তব্য করেন তারা।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, মোমিনুল ইসলামকে চাপা দেয়া ইট বোঝাই ট্রলিটিকে আটকের চেষ্টা চলছে। এ ব্যাপারে গাংনী থানায় একটি মামলা রুজু সাপেক্ষে মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়।