মেহেরপুরের গাংনীতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)’র অভিযানে গাঁজা ও নগদ টাকা উদ্ধার হয়েছে। সোমবার বিকেল ৫ টার দিকে উপজেলার কুঠি ভাটপাড়া (আবাসন) এলাকা ইমাদুল হকের বাড়ী থেকে ২৫০ গাঁজা ও নগদ ১ হাজার ৫ শ’ ৫০ টাকা উদ্ধার করা হয়। ইমাদুল হক পলাতক রয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি জুলফিকার আলী জানান, কুঠি ভাটপাড়া আবাসন এলাকার ইমাদুল হক তার নিজ বাড়ীতে গাঁজা বিক্রী করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের এস আই অজয় কুমার কুন্ডু ও এ এস আই আহসান হাবীব সেখানে অভিযান চালায়। অভিযানে ইমাদুলের বাড়ি আবাসন ঘরের বেড়ার সাথে টাঙ্গিয়ে রাখা একটি সাদা রংয়ের ব্যাগ থেকে ২৫০ গ্রাম গাঁজা এবং নগদ ১ হাজার ৫শ’ ৫০ টাকা উদ্ধার করা হয়। গাঁজা ব্যবসায়ী ইমাদুল হক ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এ বিষয়ে ইমাদুল হকের বিরুদ্ধে গাংনী থানায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।