মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর এলাকায় অভিযান চালিয়ে রাসেল হোসেন @ বাদশা (২১) নামের এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। সোমবার (০৯/০৮/২০২১) রাত পৌনে ১১টার দিকে ০৩ বোতল ফেনসিডিলসহ তাকে কাচারীপাড়া থেকে আটক করা হয়। বাদশা কাজিপুর বর্ডারপাড়ার কালাম হোসেনের ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গাংনী উপজেলা কাজিপুর কাচারীপাড়া এলাকায় মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই অজয় কুমার কুন্ডু’র নেতৃত্বে সঙ্গীয় এএসআই (নি:) হেলাল উদ্দিন ও এএসআই মাহতাব উদ্দিনসহ অভিযান চালিয়ে বাদশা নামের এক ব্যক্তিকে আটক করেন। এ সময় তার কাছ থেকে ০৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে গাংনী থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।