মেহেরপুরের গাংনী উপজেলার বেতবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে এক নারীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শনিবার সন্ধ্যা সোয়া ৬ টার দিকে ০৬ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদসহ তাকে বেতবাড়িয়া গ্রাম থেকে আটক করা হয়। ওই নারী কাজিপুর বর্ডারপাড়ার সেন্টু হোসেনের স্ত্রী।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গাংনী উপজেলা বেতবাড়িয়া এলাকায় মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই হাবিবুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় এসআই রুবেল আহমেদ ও এএসআই আহসান হাবীবসহ অভিযান চালিয়ে এক নারীকে আটক করেন। এ সময় তার কাছ থেকে ০৬ বোতল বিভিন্ন ব্রান্ডের ভারতীয় মদ উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে গাংনী থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।