মেহেরপুরের গাংনী উপজেলার নিশিপুর গ্রামে তুচ্ছ ঘটনায় আবির হোসেন শান্ত (১৭) নামের এক কিশোরকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা।
শনিবার সন্ধ্যা ৬ টার বিকে উপজেলার বামন্দি নিশিপুর ফরাজিপাড়ায় এ ঘটনা ঘটে।
ঘটনা সুত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যার দিকে ফরাজিপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কয়েকজন কিশোরের মধ্যে বাকবিতন্ডা এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।
এ সময় শফি ডাইভারের ছেলে সোহেল আহমেদ (১৮), মৃত আয়েজ উদ্দীনের ছেলে শরিফুল ইসলাম (৩৫) ও তার ছেলে সাব্বির হোসেন (১৭) এবং জীবন আলী (১৫) একই এলাকার সুজন আলীর ছেলে রহিদুল ইসলামের বাড়িতে অতর্কিত হামলা চালায়। এ সময় বাড়ির সবাইকে এলোপাথাড়ি মারধর শুরু করে তারা। এ ঘটনায় রহিদুলের ছেলে আবির হোসেন শান্ত প্রতিপক্ষের আঘাতে মাটিতে লুটিয়ে পড়লে প্রতিপক্ষরা পালিয়ে যায়। স্থানীয়রা আবিরকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক আবিরকে প্রাথমিক চিকিৎসা দেন। আবির বর্তমানে আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।
গাংনী থানা অফিসার ইনচার্জ বজলুর রহমান জানান, উপজেলার নিশিপুরে একজন কিশোরকে পিটিয়ে আহত করার সংবাদ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।