মেহেরপুরে গাংনীতে বেশি দামে মাংস বিক্রি করায় দু’মাংস বিক্রেতাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার ভাটপাড়া (কুঠি) বাজারে বেশি দামে মাংস বিক্রি করায় এ জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। ভাটপাড়া (কুঠি) বাজারের মাংস বিক্রেতা বরকত আলীর নিকট থেকে তিন হাজার টাকা এবং রফিকুল ইসলামের নিকট থেকে এক হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর ই আলম সিদ্দিকী। এ সময় গাংনী থানা পুলিশের একটি টিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন।