মেহেরপুরের গাংনীতে উপজেলার নাগদারখাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিঃ পরিদর্শন উপলক্ষে মতবিনিময় সভা করেছে সমিতির নির্বাহী কমিটির সদস্যরা। বুধবার বেলা ১১ টার দিকে সমিতির মড়কা বাজারস্হ নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি আব্দাল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঢাকা সমবায় অধিদপ্তরের সহকারী নিবন্ধক (মার্কেট) ফরহানা আফ্রজ উর্মি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমবায় অফিসার মাহবুবুল হক। প্রধান অতিথি সমিতির নথিপত্রগুলো দেখেন এবং প্রয়োজনীয় বিষয়ে পরামর্শ প্রদান করেন। মতবিনিময় সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। পরে কমিটির সদস্যরা অতিথিদের ফুলের তোড়া ও ব্যাচ পরিয়ে দেন। এ সময় কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।