মেহেরপুরের গাংনীতে নির্বাচন বিধি লঙ্ঘন করায় বেশ কয়েকটি নির্বাচনী প্রচারণার অস্থায়ী অফিসে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার (০৩/১১/২০২১) সন্ধ্যার পর উপজেলার তিনটি ইউনিয়নের বেশ কয়েকটি প্রচার-প্রচারণার অস্থায়ী অফিসে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়। ইউনিয়ন গুলো হল-সাহারবাটি, কাথুলী ও তেঁতুলবাড়িয়া ইউনিয়ন। তিনটি ইউনিয়নের নয়টি প্রচারণার অস্থায়ী ক্যাম্প থেকে মোট ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন যথাক্রমে গাংনী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌসুমী খানম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল আলম ।
এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের নাজির আবু হানজালা ও সহকারী কমিশনার ভূমি অফিসের সহকারী জালাল উদ্দিন এবং গাংনী থানা পুলিশের একটি বিশেষ টিম সহযোগিতা করেন।