মেহেরপুরের গাংনী উপজেলার চাঁদপুরে পানিতে ডুবে সালমান(০৩)নামের এক শিশু মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে বাড়ির পাশের পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পায় পরিবারের লোকজন। শিশু সালমান ওই গ্রামের সফি উদ্দিনের ছেলে।
শিশু সালমানের পরিবার সূত্রে জানা গেছে, সকালে ঘুম থেকে জেগে সালমান বাড়ির বাইরে যায়। তাকে খোঁজাখুঁজি করতে থাকে বাড়ির লোকজন। পরে সকাল ৮টার দিকে বাড়ির পাশের পুকুরে তার লাশ ভাসমান অবস্থায় দেখতে পাওয়া যায়।
গাংনী থানার ওসি অাব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা স্বিকার করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।