মেহেরপুরের গাংনীতে পানিতে ডুবে আহসান হাবিব (১০) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে পুকুরে গোসল করার সময় কয়েকজন বন্ধু মিলে পুকুর পাড় থেকে স্লিপ করে পানিতে নেমে যাওয়ার খেলা খেলছিল। এমন সময় আহসান হাবীব হঠাৎ করে পুকুরের পানিতে তলিয়ে যায়। সাথে থাকা বন্ধুরা আহসান হাবীবের পরিবারকে জানালে স্থানীয়রা পুকুরে খোঁজাখুঁজি শুরু করে। প্রায় ২ ঘন্টা খোঁজাখুঁজি করেও আহসান হাবীবের দেহ না পেয়ে বামন্দি ফায়ার স্টেশনে সংবাদ দেয়া হয়। বামন্দি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের একটি টিম প্রায় দেড় ঘণ্টা প্রচেষ্টার ফলে শিশু আহসান হাবীবের দেহ খুঁজে পায়। স্থানীয় চিকিৎসক আহসান হাবীবকে মৃত্যু ঘোষণা করেন। আহসান হাবীব জালশুকা গ্রামের মসজিদপাড়ার প্রবাসী আনিসুর রহমানের ছোট ছেলে ও স্থানীয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে পুকুরে গোসল করার সময় কয়েকজন বন্ধু মিলে পুকুর পাড় থেকে স্লিপ করে পানিতে নেমে যাওয়ার খেলা খেলছিল। এমন সময় আহসান হাবীব হঠাৎ করে পুকুরের পানিতে তলিয়ে যায়। সাথে থাকা বন্ধুরা আহসান হাবীবের পরিবারকে জানালে স্থানীয়রা পুকুরে খোঁজাখুঁজি শুরু করে। প্রায় ২ ঘন্টা খোঁজাখুঁজি করেও আহসান হাবীবের দেহ না পেয়ে বামন্দি ফায়ার স্টেশনে সংবাদ দেয়া হয়। বামন্দি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের একটি টিম প্রায় দেড় ঘণ্টা প্রচেষ্টার ফলে শিশু আহসান হাবীবের দেহ খুঁজে পায়। স্থানীয় চিকিৎসক আহসান হাবীবকে মৃত ঘোষণা করেন।
বামন্দি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইছাহক আলী বিশ্বাস জানান, শিশু পানিতে ডুবে যাওয়ার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘন্টা প্রচেষ্টার ফলে বিকেল সাড়ে ৪ টার দিকে ফায়ার সার্ভিস এবং স্থানীয়দের সহায়তায় আহসান হাবীবের দেহ উদ্ধার করা হয়। পরে স্থানীয় চিকিৎসক আহসান হাবিবকে মৃত ঘোষণা করেন।
গাংনী থানার অফিসার ইনচার্জ বজলুর রহমান জানান, পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে এ সংবাদ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।