মেহেরপুরের গাংনীতে ১০বোতল ফেন্সিডিলসহ ২ জনকে আটক করেছে থানা পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪ টার দিকে হিন্দা ব্রিজ এলাকা থেকে তাদেরকে আটক করেন। আটককৃতরা হলো উপজেলা আকুবপুর গ্রামের বাজার পাড়ার শওকত আলীর ছেলে শাকিল (২৬) ও একই গ্রামের জালাল বিশ্বাসের ছেলে জিন্নাত বিশ্বাস (৩৫)।
গাংনী থানা অফিসার ইনচার্জ বজলুর রহমান জানান, গাংনী উপজেলার হিন্দা গ্রামের ব্রিজ এলাকার সড়কে মাদক নিয়ে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এএসআই নারদ বিশ্বাস ও রাশেদুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে শাকিল ও জিন্নাত কে আটক করেন। এসময় তাদের কাছ থেকে ১০বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। আটককৃত শাকিল ও জিন্নাত এর বিরুদ্ধে গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।