মেহেরপুরের গাংনীতে ১’শ বোতল ফেন্সিডিল সহ ০২ জনকে আটক করেছে জেলা ডিবি পুলিশ। আজ বুধবার সকাল সাড়ে সাতটার দিকে তাদের আটক করে। আটককৃতরা হলেন উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের মাদ্রাসা পাড়া দোয়াত আলীর ছেলে মন্টু মিয়া(৩৮), মহিদুল ইসলামের ছেলে মিলন আলী(২১)।
মেহেরপুর জেলা ডিবি পুলিশের ওসি জুলফিকার আলী জানান, মেহেরপুর গাংনী উপজেলার হিন্দা দেলপাড়া বাজারে মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ১’শ বোতল ফেন্সিডিল সহ ০২ জনকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।