মেহেরপুরের গাংনীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী মহীয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১-তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে। রোববার (০৮ আগষ্ট ২০২১) উপজেলা প্রশাসনের আয়োজনে জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মহিলা বিষয়ক অধিদপ্তরের মাধ্যমে ০৬ জন অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য ও অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন মেহেরপুর-২ (গাংনী) আসনের মাননীয় সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ খালেক, পৌর মেয়র আহম্মেদ আলী, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন।
এ সময় কাথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান রানা, মটমুড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোহেল আহমেদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হুদা বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, মনিরুজ্জামান মনি মাস্টার, এমপি সাহেবের সহধর্মিনী লায়লা আঞ্জুমান বানু, বামন্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান কমল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আবুল বাশার, এমপি সাহেবের কনিষ্ঠ পুত্র সামিউজ্জামান সামি ও একান্ত সহকারী মুক্তারুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম সেন্টু, সাধারণ সম্পাদক আসিফ ইকবাল অনিক, পৌর ছাত্রলীগের সভাপতি ডালিম রানাসহ উপজেলার বিভিন্ন গ্রাম হতে আগত আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।