মেহেরপুরের গাংনীতে বজলুর রহমান চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় জুগিরগোফা একাদশ বিজয়ী হয়েছে। বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার ৭ নম্বর সাহারবাটি ইউনিয়নের জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় ফুটবল মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলার শুরুতে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাহারবাটি ইউনিয়ন পরিষদের প্রয়াত চেয়ারম্যান বজলুর রহমানের জ্যেষ্ঠপুত্র ও আসন্ন সাহারবাটি ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এবং এ ফুটবল খেলার আয়োজক মশিউর রহমান। গাংনী মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক মনোয়ার হোসেনের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফাইনাল খেলার উদ্বোধন ঘোষণা করেন সাহারবাটি ইউনিয়ন পরিষদের তিন বারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান আব্দুল গনি।
ফাইনাল খেলায় শানঘাট ফুটবল একাদশ ও জুগিরগোফা ফুটবল একাদশ অংশ গ্রহণ করে। খেলার প্রথমার্ধে জুগিরগোফা একাদশের খেলোয়ার স্বাধীন একটি গোল করে দলকে এগিয়ে নেয়। দ্বিতীয়ার্ধের আরো দুটি গোল করে বিজয় নিশ্চিত করে জুগীরগোফা একাদশের খেলায়াড়রা। জুগিরগোফা একাদশের স্বাধীন সেরা খেলোয়াড়, সেরা গোলরক্ষক মারুফ, ম্যান অফ দ্যা ম্যাচ আরিফ, সেরা দর্শক হিসেবে কাবাক আলী ও তুফান আলী সম্মাননা পুরস্কার পান। ফাইনাল খেলায় বিজয়ী হওয়ায় জুগিরগোফা ফুটবল একাদশের টিম লিডারকে একটি ফ্রিজ ও ট্রফি, রানার আপ শানঘাট ফুটবল একাদশকে একটি এলইডি টিভি ও ট্রফি এবং ষোলটাকা ফুটবল একাদশ তৃতীয় স্থান অর্জন করায় বিশেষ পুরস্কার দেওয়া হয়। এ সময় জেলা পরিষদের সদস্য তৌহিদ মোরশেদ অতুল, স্থানীয় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ও এলাকার হাজার হাজার ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন।