মেহেরপুরের গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে শারমিন আক্তার (৩৩) নামের এক প্রবাসীর স্ত্রীর মৃত্যু হয়েছে। রোববার বিকেল তিনটার দিকে উপজেলার বড় বামন্দি গ্রামে এ ঘটনা ঘটে। শারমিন আক্তার বড় বামন্দি গ্রামের সৌদি প্রবাসী আরও দল হকের স্ত্রী ও উপজেলার রায়পুর গ্রামের গঞ্জের আলীর মেয়ে।
স্থানীয় জাহাঙ্গীর আলম জানান, শারমিন আক্তারের বাড়ির চারিদিকে প্রাচীর দিয়ে ঘেরা। ছোট মেয়ে লামিয়াকে নিয়ে তার বসবাস। তার একটি ছেলে সেও গত দুই মাস আগে কাজের সুবাদে সৌদি আরবে তার পিতার কাছে গেছে। ছোট মেয়েটির কান্নাকাটিতে স্থানীয়রা বিকেল তিনটার দিকে তার বাড়িতে যায়। শারমিন আক্তারকে গোসল খানার মধ্যে বিদ্যুতায়িত হয়ে পড়ে থাকতে দেখে। পরে তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।