মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০২:০১ পূর্বাহ্ন

গাংনীতে বিভিন্ন প্রকল্প ও নবনির্মিত ভবনের উদ্বোধন করেন এমপি খোকন

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৭৯০ বার পঠিত

এমপি সাহিদুজ্জামান খোকন মেহেরপুরের গাংনী উপজেলার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্পসহ নবনির্মিত ভবনের উদ্বোধন করেছেন। বুধবার বেলা সোয়া ১১ টার দিকে শুরু হয়ে দুপুর আড়াইটা পর্যন্ত বিরতিহীন ভাবে উপজেলার বিভিন্ন প্রান্তে এসব প্রকল্পের উদ্বোধন করেন। উদ্বোধন ঘোষণা শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

প্রকল্পগুলোর মধ্যে রয়েছে- মেহেরপুর জেলার গাংনী উপজেলাধীন ২০১৯-২০২০ অর্থবছরে সমগ্র দেশে শহর ও ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ শীর্ষক প্রকল্পের আওতায় সাহারবাটি ভূমি অফিস ভবন নির্মাণ, যার চুক্তিমূল্য ৬৫,৫৫,০০০ টাকা।

দেশব্যাপী গ্রামীণ বাজার অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় ভাটপাড়া বাজারে মার্কেট ভবন নির্মাণ, প্রাক্কলিত মূল্য ২,৩৬,০০,০০০ টাকা।

বৃহত্তর কুষ্টিয়া জেলা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প (GKRDP) প্রকল্পের আওতায় নবীন পুর রেগুলেটর ধলার ব্রীজ- তেতুলবাড়িয়া চেঃ ৫৫০-২২৬০ মিটার পর্যন্ত রাস্তার উন্নয়ন কাজ। যার প্রকল্পিত ব্যয় ১,২৬,৮২,৯৫৬ টাকা, বাস্তবায়নকারী প্রতিষ্ঠান এলজিইডি।

বৃহত্তর কুষ্টিয়া জেলা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প (GKRDP) এর আওতায় রামকৃষ্ণপুর কাবুলের বাড়ি হতে তেতুলবাড়িয়া চেঃ০০-১৫০০ মিটার পর্যন্ত সড়ক উন্নয়ন ১,২১,৫৪,৫৩১ টাকা, বাস্তবায়নকারী প্রতিষ্ঠান এলজিইডি।

গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় রামকৃষ্ণপুর ডলার হাল মাঠে নির্মিত শেখ হাসিনা কৃষক ছাউনি।

পরে রামকৃষ্ণপুর ধলা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কাতুলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান রানা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর-২ (গাংনী) আসনের মাননীয় সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন।
এ সময় জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ফজলুল হক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক যথাক্রমে নজরুল ইসলাম ও মনিরুজ্জামান মনি মাস্টার, উপজেলা প্রকৌশলী গোলাপ আলী শেখ, সাহারবাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম ফারুক, জেলা পরিষদ সদস্য তৌহিদ মোর্শেদ অতুল, পৌর আওয়ামীলীগের সভাপতি সানোয়ার হোসেন বাবলু, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু, সাবেক ছাত্রনেতা শাহিদুজ্জামান শিপুসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo