মেহেরপুরের গাংনীতে বেশি পরিমাণে ঘুমের ওষুধ খেয়ে মামুন হােসেন (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে মামুনের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। মামুন উপজেলার কাজীপুর গ্রামের মধ্যপাড়ার মােজাম্মেল হকের ছেলে।
কাজীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রউফ স্বপন জানান, মামুন এক বছর আগে বিদেশ থেকে বাড়ি ফিরে এসেছে। সে এক জন মানুষিক রােগী। আজ দুপুরে সে একসাথে ১৫ টি ঘুমের ওষুধ খেয়ে অসুস্থ্য হয়ে পড়ে। তাকে উদ্ধার করে গাংনী উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
গাংনী থানা অফিসার ইনচার্জ বজলুর রহমান জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।