ভাইয়ের মেয়ের লাশ দেখতে গিয়ে নিজেই লাশ হয়ে ফিরে এলেন ওমর আলী (৮০) নামের এক বৃদ্ধ। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার সানঘাট গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ওমর আলী উপজেলার চিতলা গ্রামের মরহুম ইয়ার আলীর ছেলে।
নিহতের ছেলে ও ধানখোলা ইউপি সদস্য কামরুল ইসলাম জানান, ভোর বেলাতে চাচাতো বোনের মৃত্যু সংবাদ পেয়ে তার পিতা ওমর আলী ও ছোট ভাই নকরুল ইসলাম মোটরসাইকেল যোগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আসমানখালী গ্রামে যাচ্ছিলেন। পথিমধ্যে গাংনী উপজেলার সানঘাট নামক স্থানে পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা মাটি ভর্তি একটি পাওয়ার ট্রিলার সাইড দিতে গেলে নকরুল ইসলাম মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে পিতা-পুত্র মারাত্মকভাবে আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ওমর আলীকে মৃত ঘোষণা করেন। সেই সাথে বাম হাত ও বুকের হাড় ভেঙে যাওয়া মারাত্মকভাবে আহত নকরুল ইসলামকে ২৫০ শয্যা বিশিষ্ট মেহেরপুর সরকারি হাসপাতালে রেফার্ড করা হয়েছে। তবে স্থানীয়রা সড়ক দুর্ঘটনার কারণ হিসেবে ইটভাটায় মাটি বহনের ফলে রাস্তায় পড়ে থাকা ধুলা-বালুকে দায়ী করেছেন। একই সাথে সড়ক দুর্ঘটনা রোধে পাকা সড়কের মাটি অপসারণে প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
গাংনী থানা অফিসার ইনচার্জ বজলুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় নিহতের সংবাদ পেয়েছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।