মেহেরপুরের গাংনী বাজারের কাথুলী মোড় এলাকার আমিন ফুড ভিলেজ ও স্বাধীন ফুড কর্ণার এন্ড মিষ্টান্ন ভান্ডারের মালিককে ৫ হাজার টাকা করে জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার (১২ জানুয়ারী) দুপুরে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৩ ও ৫১ ধারা মতে এ জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মেহেরপুর জেলা কার্যালয়ের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ কর্মকর্তা সহকারী পরিচালক (অঃদাঃ) মোহাঃ সজল আহম্মেদ। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী সহকারী পরিচালক (অঃদাঃ)। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় মেহেরপুর পুলিশের একটি টিম সহযোগিতা করেন।