করোনা ভাইরাস নিয়ন্ত্রনে কঠোরতম লকডাউনের পঞ্চম দিনে মেহেরপুরের গাংনীতে সরকারী বিধি না মানায় ২ জনের নিকট থেকে জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে উপজেলার চিৎলা, বাগুন্দা, জুগিন্দা ও গাঁড়াডোব গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সরকারী নির্দেশনা অবমাননা করে ব্যবসা প্রতিষ্ঠান খোলার কারণে ২ জনের নিকট থেকে মোট ১ হাজার ৮শ’ টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম।
এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় আনসার বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।