কঠোর লকডাউনের’ সপ্তমী দিন বৃহস্পতিবার (২৯ জুলাই ২০২১) মেহেরপুরের গাংনী ছিল কার্যত অনেকটাই ফাঁকা। সকালের দিকে মানুষ কিছুটা বের হলেও দুপুর থেকে মানুষ খুব বেশি একটা ঘর থেকে বের হয়নি। দোকানপাট নিয়ম অনুযায়ী বন্ধ ছিল। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপজেলা শহরের প্রবেশদ্বারের বিভিন্ন পয়েন্টে দায়িত্ব পালন করতে দেখা গেছে।
অকারণে বের হওয়া মানুষদের কাউকে কাউকে গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী ও স্বেচ্ছাসেবক দল বাড়িতে ফেরত পাঠিয়েছেন।
এদিকে গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে সরকারী নির্দেশনা লঙ্ঘন করে দোকান খোলার কারণে ভ্রাম্যমাণ আদালতে ৬ জনকে ২ হাজার ২শ’ টাকা জরিমানা করেছেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় আনসার সদস্যরা সহযোগিতা করেন।
করোনা ভাইরাস নিয়ন্ত্রণে মানুষকে সচেতন করতে জেলা ও উপজেলা প্রশাসন, সেনা সদস্য, বিজিবি, পুলিশ, আনসার ব্যাটালিয়ন ও আনসার বাহিনীর সদস্যরা মাঠে রয়েছেন। সেই সাথে সরকারী ও বেসরকারিভাবে জনগণকে সচেতন করতে প্রচার প্রচারণা অব্যাহত রয়েছে।