মেহেরপুরের গাংনী উপজেলার নওয়াপাড়া গ্রামে তামাক ঘরে কাজ করার সময় মই ভেঙ্গে পড়ে বুকে বাঁশ ঢুকে সমজান আলী (৬০) নামের এক কৃষক মারাত্মকভাবে আহত হয়েছেন। আহত সমজান নওয়াপাড়া গ্রামের মৃত সামাদ আলীর ছেলে।
বুধবার সকাল ৯ টার দিকে নিজের তামাক ঘরের মই ভেঙ্গে পড়ে বুকে বাস বিধে কৃষক সমজান মারাত্মকভাবে আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেন। অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
গাংনী থানা অফিসার ইনচার্জ বজলুর রহমান জানান, তামাক ঘরের মই ভেঙে পড়ে রমজান আলীর বুকে বাঁশ ঢুকে আহতের সংবাদ পেয়েছি, বিষয়টি খতিয়ে দেখতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।