সকল জল্পনা-কল্পনা ও অনিশ্চয়তার বেড়াজাল ভেঙে অবশেষে মেহেরপুর সদরের সরকারী গুদাম থেকে ভালো চাল নিয়ে এসে গাংনীর মোটর শ্রমিকদের মাঝে বিতরণ করেছে মেহেরপুর সদর উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের গাংনী শাখা কার্যালয় থেকে এ ত্রানের চাল বিতরণ করা হয়। গাংনী উপজেলায় মেহেরপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের ৭শ’জন ও ট্রাক ও লরি ইউনিয়নের ১শ’৭৩ জন মোট ৮শ’৭৩ জনের মাঝে ২৫ কেজি করে এ চাল বিতরণ করা হয়। মেহেরপুর সদরের উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল আলম উপস্থিত থেকে এ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় গাংনী উপজেলা নির্বাহী অফিসার আর এম শাহনেওয়াজ, গাংনী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিরঞ্জন চক্রবর্তী, মেহেরপুর সদরের আমার বাড়ি আমার খামার প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মনওয়ার হোসেন, মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের গাংনী শাখার উপদেষ্টা ও গাংনী বাজার কমিটির সভাপতি মাহবুবুল হক স্বপন, মেহেরপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের গাংনী শাখা কমিটির সভাপতি জমির উদ্দিনসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত মঙ্গলবার (১১ মে ২০২১ ইং) তারিখে করোনা ভাইরাসের কারণে জরুরী পরিস্থিতি মোকাবেলায় দুস্থ মটর শ্রমিকদের মাঝে গাংনী সরকারী খাদ্য গুদাম থেকে নিম্নমানের চাল সরবরাহ করা হয়েছিল। শ্রমিকরা নিম্নমানের চাল গ্রহণে অসম্মতি জানালে চাল বিতরণ কার্যক্রম স্থগিত ঘোষণা করেছিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পরবর্তীতে শ্রমিকদের দাবির প্রেক্ষিতে মেহেরপুর সদরের সরকারী গোডাউন থেকে ভালো মানের চাল নিয়ে এসে আজ বৃহস্পতিবার সকালে মটর শ্রমিকদের মাঝে বিতরণ করা হয়। ঈদের আগ মুহূর্তে এ ত্রাণের চাল পেয়ে অনেক খুশি শ্রমিকরা।