মেহেরপুরের গাংনীতে মাছের খাবারের বস্তায় চাপা পড়ে জুনায়েদ হোসেন (১২) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার ষোলটাকা ইউনিয়নের কাষ্টদহ গ্রামে এ ঘটনা ঘটে। জুনায়েদ কাষ্টদহ গ্রামের মৃত বাবুল আক্তারের ছেলে।
নিহতের বড় ভাই জিহাদ আলী জানান, তার ছোট জুনায়েদ হোসেন স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীতে লেখাপড়া করে। স্থানীয় লোকজন তাকে ভালবেসে হুকুম-আহকাম করলে সেগুলো সে শুনে থাকে। আজ সকালে সে বেড়াতে বেড়াতে মৎস্যচাষী আক্কাস আলীর বাড়িতে যায়। আক্কাস আলী তার পুকুরে মাছের খাবার দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল।
এ সময় কিশোর জুনায়েদ কাজে সহযোগিতা করার মনোভাব পোষণ করে। মৎস্যচাষী আক্কাস আলী সম্মতি দিলে সে লটের বস্তা নামানোর সময় অসাবধানতাবশতঃ কয়েকটি বস্তা তার শরীরের উপরে পড়ে। এ সময় বস্তা চাপায় সে গুরুতর আহত হয়। আক্কাস আলী ও স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেন। তার অবস্থার অবনতি দেখা দিলে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। কুষ্টিয়া যাওয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, কিশোর জুনায়েদ ভালো ছেলে। স্থানীয় সকলের হুকুম-আহকাম সে শোনে বলে সকলে তাকে খুব ভালোবাসে।
স্থানীয়রা আরো জানান, গত ৫ বছর আগে তার পিতা বাবুল আক্তারও তিনটি নাবালক শিশু রেখে গাছ কাটার সময় গাছের চাপায় মারা যায়। তিনটি শিশু সন্তানকে নিয়ে জুনায়েদের মা অতি কষ্টে তাদের লালন পালন করে আসছেন। কিশোর জুনায়েদ এর এ অকাল মৃত্যুতে এলাকায় চলছে শোকের মাতম।
গাংনী থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান বস্তা চাপাপড়ে এক কিশোরের মৃত্যুর সংবাদ শুনেছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।